সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী সৈয়দপুরের ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩, ব্যবসায় শিক্ষায় ৪৭ এবং মানবিক বিভাগে ১১৭ জন। আর তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে–ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪১০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪, মানবিকে ৫৯ ও ব্যবসায় শিক্ষায় ১৭ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। আর তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে বিজ্ঞানে ১৩৯, মানবিকে ১৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন। পঞ্চম অবস্থানে সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫, মানবিকে ৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন।
এ ছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন, কামারপুকুর ডিগ্রি কলেজ থেকে ৫ জন, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪ জন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
ফলাফল বিষয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানগতভাবে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করব জয়।
আমরা মূলত শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজকের কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।’

এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারী সৈয়দপুরের ১৪টি কলেজের মধ্যে ১২টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৩৩, ব্যবসায় শিক্ষায় ৪৭ এবং মানবিক বিভাগে ১১৭ জন। আর তিনটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে–ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪১০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩৪, মানবিকে ৫৯ ও ব্যবসায় শিক্ষায় ১৭ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন। আর তিন বিভাগে ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এদের মধ্যে বিজ্ঞানে ১৩৯, মানবিকে ১৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। এদের মধ্যে বিজ্ঞানে ১৩২, মানবিকে ২২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন। পঞ্চম অবস্থানে সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫, মানবিকে ৮ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন।
এ ছাড়া সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে ১৮ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন, কামারপুকুর ডিগ্রি কলেজ থেকে ৫ জন, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪ জন এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
ফলাফল বিষয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানগতভাবে আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি। এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা করব জয়।
আমরা মূলত শিক্ষার্থীদের স্বপ্ন দেখিয়ে থাকি। আজকের এই ফলাফলই হচ্ছে শিক্ষার্থীদের সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজকের কৃতিত্বপূর্ণ ফলাফলের অবদান সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সহযোগিতা রয়েছে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৬ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে