নীলফামারী প্রতিনিধি

শিশু তাছিন তাজদীদ (১১) ঢাকার কমলাপুর আল আরাফ ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। সে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কমলাপুর স্টেশন থেকে ভুল করে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে ওঠে পড়ে। ট্রেনটি চিলাহাটি স্টেশনে গেলে সব যাত্রী নেমে যান। তখন ভয়ে শিশুটি প্লাটফর্মে কান্না-কাটি শুরু করে।
এ সময় স্টেশনে রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে ভুল ট্রেনে চড়ে এখানে এসেছে। এরপর পুলিশ সদস্যরা শিশু তাজদীদকে নিয়ে ওই ট্রেনে করে সৈয়দপুর গিয়ে রেলওয়ে থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আজ বুধবার সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ হারিয়ে যাওয়া শিশু তাছিন তাজদীদকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে বাবা আরিফুজ্জামান খুশিতে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তিনি বলেন, ‘ঢাকার কমলাপুর স্টেশন এলাকার আল আরাফ ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাজদীদ। মাদ্রাসা থেকে ৫০০ গজ দূরে তাঁর মামার বাড়ি। মাঝে মাঝে গোসল বা খাবারের জন্য মামা বাড়িতে যেত। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে মামা বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর নিরুদ্দেশ হয় তাজদীদ।
দুপুরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের অবগত করলে খোঁজাখুঁজি করি। এর মধ্যে রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি তাজদীদ পুলিশ হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করলে স্বস্তির নিশ্বাস ফেলি এবং সকালে গিয়ে থানায় হাজির হয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই শিশু তাজদীদ তাঁর বাবার মোবাইল ফোনের নম্বর বললে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। আজ বুধবার সকালে শিশুটির বাবা আরিফুজ্জামান থানায় সশরীরে হাজির হন। এ সময় মাদ্রাসা পড়ুয়া প্রিয় সন্তানকে কাছে পেয়ে তিনি খুশিতে কান্নায় ভেঙে পড়েন। রেলওয়ে থানা-পুলিশের এমন মানবিক কাজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
ওসি আরও বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালো কাজ করতে পেয়ে নিজের কাছে ভালো লাগছে।’

শিশু তাছিন তাজদীদ (১১) ঢাকার কমলাপুর আল আরাফ ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। সে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কমলাপুর স্টেশন থেকে ভুল করে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে ওঠে পড়ে। ট্রেনটি চিলাহাটি স্টেশনে গেলে সব যাত্রী নেমে যান। তখন ভয়ে শিশুটি প্লাটফর্মে কান্না-কাটি শুরু করে।
এ সময় স্টেশনে রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে ভুল ট্রেনে চড়ে এখানে এসেছে। এরপর পুলিশ সদস্যরা শিশু তাজদীদকে নিয়ে ওই ট্রেনে করে সৈয়দপুর গিয়ে রেলওয়ে থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আজ বুধবার সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ হারিয়ে যাওয়া শিশু তাছিন তাজদীদকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে বাবা আরিফুজ্জামান খুশিতে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তিনি বলেন, ‘ঢাকার কমলাপুর স্টেশন এলাকার আল আরাফ ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাজদীদ। মাদ্রাসা থেকে ৫০০ গজ দূরে তাঁর মামার বাড়ি। মাঝে মাঝে গোসল বা খাবারের জন্য মামা বাড়িতে যেত। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে মামা বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর নিরুদ্দেশ হয় তাজদীদ।
দুপুরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের অবগত করলে খোঁজাখুঁজি করি। এর মধ্যে রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি তাজদীদ পুলিশ হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করলে স্বস্তির নিশ্বাস ফেলি এবং সকালে গিয়ে থানায় হাজির হয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতেই শিশু তাজদীদ তাঁর বাবার মোবাইল ফোনের নম্বর বললে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। আজ বুধবার সকালে শিশুটির বাবা আরিফুজ্জামান থানায় সশরীরে হাজির হন। এ সময় মাদ্রাসা পড়ুয়া প্রিয় সন্তানকে কাছে পেয়ে তিনি খুশিতে কান্নায় ভেঙে পড়েন। রেলওয়ে থানা-পুলিশের এমন মানবিক কাজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
ওসি আরও বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালো কাজ করতে পেয়ে নিজের কাছে ভালো লাগছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে