নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে চার কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনেছেন মুজতাহিদ আলী বাবু নামে এক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘ব্যবসায়িক লেনদেনে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সে জন্য আমার নামীয় খারিজ করা সম্পত্তি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধের চেষ্টা করলেও ছোট ভাই মোস্তাফিজ বাধা দেয়। সে সম্পত্তি দখলের পাঁয়তারা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে মোস্তাফিজ আমার বাবার স্বাক্ষর নকল করে প্রায় তিন লাখ টাকা ব্যাংক থেকে কৌশলে উত্তোলন করে এবং বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দোকান অন্য ওয়ারিশদের অগোচরে বিক্রি করে দিয়েছে। এতেই শেষ নয়, আমাদের মাকে সুকৌশলে নিয়ে অন্য ভাই–বোনদের না জানিয়ে রাজবাড়ীতে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে নেয়।’
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘প্রতিবাদ করলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ আমার নামীয় যে সম্পত্তি রয়েছে, তা বিক্রিতে বাধা দিচ্ছে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। প্রতিকার চেয়ে আমি থানা ও কোর্টে মামলা করেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসকে জানিয়েছে এবং সর্বশেষ আজ সুষ্ঠু বিচার চেয়ে আপনাদের দ্বারস্থ হলাম।’
এ বিষয়ে জনতে চাইলে অভিযুক্ত (ছোট ভাই) মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাইয়ের সব অভিযোগ সত্য নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এদিকে হিউম্যান রাইটস মাইনরিটি ওয়াচের (ইউকে) প্রতিনিধি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিন ঘোষ ও দিনাজপুর শাখার প্রেসিডেন্ট আইনজীবী কমল কান্ত কর্মকার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্তে সাপেক্ষে সুরাহা চেয়েছেন বলে জানা গেছে।

নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে চার কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনেছেন মুজতাহিদ আলী বাবু নামে এক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘ব্যবসায়িক লেনদেনে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সে জন্য আমার নামীয় খারিজ করা সম্পত্তি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধের চেষ্টা করলেও ছোট ভাই মোস্তাফিজ বাধা দেয়। সে সম্পত্তি দখলের পাঁয়তারা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে মোস্তাফিজ আমার বাবার স্বাক্ষর নকল করে প্রায় তিন লাখ টাকা ব্যাংক থেকে কৌশলে উত্তোলন করে এবং বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দোকান অন্য ওয়ারিশদের অগোচরে বিক্রি করে দিয়েছে। এতেই শেষ নয়, আমাদের মাকে সুকৌশলে নিয়ে অন্য ভাই–বোনদের না জানিয়ে রাজবাড়ীতে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে নেয়।’
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘প্রতিবাদ করলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ আমার নামীয় যে সম্পত্তি রয়েছে, তা বিক্রিতে বাধা দিচ্ছে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। প্রতিকার চেয়ে আমি থানা ও কোর্টে মামলা করেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসকে জানিয়েছে এবং সর্বশেষ আজ সুষ্ঠু বিচার চেয়ে আপনাদের দ্বারস্থ হলাম।’
এ বিষয়ে জনতে চাইলে অভিযুক্ত (ছোট ভাই) মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাইয়ের সব অভিযোগ সত্য নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এদিকে হিউম্যান রাইটস মাইনরিটি ওয়াচের (ইউকে) প্রতিনিধি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিন ঘোষ ও দিনাজপুর শাখার প্রেসিডেন্ট আইনজীবী কমল কান্ত কর্মকার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্তে সাপেক্ষে সুরাহা চেয়েছেন বলে জানা গেছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩১ মিনিট আগে