নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে চার কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনেছেন মুজতাহিদ আলী বাবু নামে এক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘ব্যবসায়িক লেনদেনে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সে জন্য আমার নামীয় খারিজ করা সম্পত্তি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধের চেষ্টা করলেও ছোট ভাই মোস্তাফিজ বাধা দেয়। সে সম্পত্তি দখলের পাঁয়তারা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে মোস্তাফিজ আমার বাবার স্বাক্ষর নকল করে প্রায় তিন লাখ টাকা ব্যাংক থেকে কৌশলে উত্তোলন করে এবং বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দোকান অন্য ওয়ারিশদের অগোচরে বিক্রি করে দিয়েছে। এতেই শেষ নয়, আমাদের মাকে সুকৌশলে নিয়ে অন্য ভাই–বোনদের না জানিয়ে রাজবাড়ীতে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে নেয়।’
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘প্রতিবাদ করলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ আমার নামীয় যে সম্পত্তি রয়েছে, তা বিক্রিতে বাধা দিচ্ছে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। প্রতিকার চেয়ে আমি থানা ও কোর্টে মামলা করেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসকে জানিয়েছে এবং সর্বশেষ আজ সুষ্ঠু বিচার চেয়ে আপনাদের দ্বারস্থ হলাম।’
এ বিষয়ে জনতে চাইলে অভিযুক্ত (ছোট ভাই) মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাইয়ের সব অভিযোগ সত্য নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এদিকে হিউম্যান রাইটস মাইনরিটি ওয়াচের (ইউকে) প্রতিনিধি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিন ঘোষ ও দিনাজপুর শাখার প্রেসিডেন্ট আইনজীবী কমল কান্ত কর্মকার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্তে সাপেক্ষে সুরাহা চেয়েছেন বলে জানা গেছে।

নীলফামারীর সৈয়দপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে চার কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনেছেন মুজতাহিদ আলী বাবু নামে এক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী।
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘ব্যবসায়িক লেনদেনে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সে জন্য আমার নামীয় খারিজ করা সম্পত্তি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধের চেষ্টা করলেও ছোট ভাই মোস্তাফিজ বাধা দেয়। সে সম্পত্তি দখলের পাঁয়তারা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।’
তিনি বলেন, ‘ইতিপূর্বে মোস্তাফিজ আমার বাবার স্বাক্ষর নকল করে প্রায় তিন লাখ টাকা ব্যাংক থেকে কৌশলে উত্তোলন করে এবং বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া দোকান অন্য ওয়ারিশদের অগোচরে বিক্রি করে দিয়েছে। এতেই শেষ নয়, আমাদের মাকে সুকৌশলে নিয়ে অন্য ভাই–বোনদের না জানিয়ে রাজবাড়ীতে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে নেয়।’
মুজতাহিদ আলী বাবু বলেন, ‘প্রতিবাদ করলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ আমার নামীয় যে সম্পত্তি রয়েছে, তা বিক্রিতে বাধা দিচ্ছে এবং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। প্রতিকার চেয়ে আমি থানা ও কোর্টে মামলা করেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসকে জানিয়েছে এবং সর্বশেষ আজ সুষ্ঠু বিচার চেয়ে আপনাদের দ্বারস্থ হলাম।’
এ বিষয়ে জনতে চাইলে অভিযুক্ত (ছোট ভাই) মোস্তাফিজ আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাইয়ের সব অভিযোগ সত্য নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি।’
এদিকে হিউম্যান রাইটস মাইনরিটি ওয়াচের (ইউকে) প্রতিনিধি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিন ঘোষ ও দিনাজপুর শাখার প্রেসিডেন্ট আইনজীবী কমল কান্ত কর্মকার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্তে সাপেক্ষে সুরাহা চেয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে