সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’

নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৯ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে