Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু, শাশুড়ি হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৫, ১৭: ২৬
বিদ্যুতায়িত হয়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু, শাশুড়ি হাসপাতালে
প্রতীকী ছবি

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধ ও তাঁর পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় বিদ্যুতায়িত হন ওই বৃদ্ধের স্ত্রীও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা অংশ নেন। ঘরের খুঁটি লাগানোর সময় একটি পুরোনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তাঁদের ওপর। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবু (৬৩) নামের ওই বৃদ্ধ ও পুত্রবধূ শাবানা আকতার (২৯)। এতে গুরুতর আহত অবস্থায় মোহাম্মাদ বাবুর স্ত্রী ওয়াতোন বেগমকে (৫০) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ লালন বলেন, ‘এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত