নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৯৭৪ টাকা, রেট (হার) ৬ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১০৭ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৫ কোটি, পৌর সম্পত্তি থেকে আয় ৫ কোটি ৪৫ লাখ টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা।
এ ছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা, বিশেষ অনুদান ১ কোটি ২০ লাখ টাকা, পৌর অফিস ভবন নির্মাণে সরকারিভাবে ১০ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৫ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮৬৬ টাকা, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১০ কোটি, সংস্থাপন খাতে ৭ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ১৫ লাখ টাকা।
বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন, আবুল কাশেম সরকার দুলু, সবিয়া বেগম, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৯৭৪ টাকা, রেট (হার) ৬ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১০৭ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৫ কোটি, পৌর সম্পত্তি থেকে আয় ৫ কোটি ৪৫ লাখ টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা।
এ ছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা, বিশেষ অনুদান ১ কোটি ২০ লাখ টাকা, পৌর অফিস ভবন নির্মাণে সরকারিভাবে ১০ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৫ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮৬৬ টাকা, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১০ কোটি, সংস্থাপন খাতে ৭ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ১৫ লাখ টাকা।
বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন, আবুল কাশেম সরকার দুলু, সবিয়া বেগম, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
৯ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩১ মিনিট আগে