নেত্রকোনা প্রতিনিধি

নাশকতার মামলায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চঞ্চল এবং চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার বাউসী সড়কের পাশে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ। এ ঘটনায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন নামে একজন বাদী হয়ে বারহাট্টা থানায় নাশকতার মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, উপজেলা শাখা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওই মামলায় চার ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠালেন আদালত। একই মামলায় এর আগে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনসহ মোট ১৪ জন কারাগারে রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের জন্য প্রার্থনা করেন। বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাশকতার মামলায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসাইন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চঞ্চল এবং চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার বাউসী সড়কের পাশে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ। এ ঘটনায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আনোয়ার হোসেন নামে একজন বাদী হয়ে বারহাট্টা থানায় নাশকতার মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, উপজেলা শাখা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওই মামলায় চার ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠালেন আদালত। একই মামলায় এর আগে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনসহ মোট ১৪ জন কারাগারে রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের জন্য প্রার্থনা করেন। বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
১৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে