Ajker Patrika

শিক্ষার্থীদের সততা শেখাতে স্কুলে চালু হলো ‘সততা স্টোর’

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
শিক্ষার্থীদের সততা শেখাতে স্কুলে চালু হলো ‘সততা স্টোর’
কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ে সততা স্টোরে শিক্ষাসামগ্রী কিনছে এক শিশু। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি স্কুলে চালু হলো ‘সততা স্টোর’ নামে একটি দোকান। তবে এটি আর সব সাধারণ দোকানের মতো পরিচালিত হবে না। এই দোকানে থাকবে না কোনো বিক্রেতা। জিনিসপত্র নজরদারি করার মতো কোনো ব্যবস্থাও নেই। শিক্ষার্থীরা খাতা, কলম, পেনসিলসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে ও নির্ধারিত মূল্যের টাকা রেখে দিচ্ছে পাশে রাখা একটি বাক্সে। এই দোকানে সততা ও বিশ্বাসই মূলনীতি।

উপজেলার কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ে চালু হয়েছে ব্যতিক্রমী দোকানটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে আজ সোমবার (৩০ জুন) দুপুরে স্কুলে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে ভবিষ্যতের নাগরিকেরা আত্মনির্ভরশীল ও সৎ হবে। এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

এ সময় আরও ছিলেন দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ের সভাপতি হাজী মো. আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মো. শরাফত খানসহ অনেকেই।

এমন দোকানের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। তারা বলছে, এই দোকান শুধু জিনিস কেনার জায়গা নয়, এটা নিজের সৎ থাকার পরীক্ষাও।

দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য একধরনের নৈতিক পাঠশালা, যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। উপজেলা প্রশাসন এমন উদ্যোগ আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত