নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থী এবারও পাস করতে পারেননি। ২০১৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রথম পরীক্ষায় গত বছর অংশ নিয়েও এই তিনজন অকৃতকার্য হয়েছিলেন। কলেজটিতে এখন পর্যন্ত শিক্ষার্থীও এই তিনজনই।
কলমাকান্দা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কলমাকান্দা শহরের ধানমহাল এলাকায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদের স্ত্রী সেলিনা আক্তার কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। কলেজে অধ্যক্ষসহ চার-পাঁছজন শিক্ষক রয়েছেন। তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করার পর আর কেউ ভর্তি হয়নি। পরপর দুই বছর ওই তিন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও তাঁরা পাস করতে পারেননি।
স্থানীয়রা বলেন, এটি শুধু নামে মাত্র কলেজ। পর্যাপ্ত অবকাঠামো নেই। নেই শিক্ষার পরিবেশ। তাই এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয় না।
প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অ্যাফিলিয়েশন পায়। দুই বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই তিন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছিল। এবারও তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে।
অনুমোদন পাওয়ার পর কলেজটি থেকে ২০২১ সালে প্রথম এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থী না থাকায় তা আর হয়নি। কলেজের নামের সঙ্গে স্কুল থাকলেও এখন পর্যন্ত স্কুলে ভর্তি শুরু হয়নি।
এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ‘আমার স্ত্রী এই কলেজের অধ্যক্ষ। তাই আমার বক্তব্যই তাঁর বক্তব্য। আলাদাভাবে অধ্যক্ষের বক্তব্য নিতে হবে না।’
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘কলমাকান্দায় মহিলা কলেজ আছে এটা আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’

নেত্রকোনার কলমাকান্দায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থী এবারও পাস করতে পারেননি। ২০১৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রথম পরীক্ষায় গত বছর অংশ নিয়েও এই তিনজন অকৃতকার্য হয়েছিলেন। কলেজটিতে এখন পর্যন্ত শিক্ষার্থীও এই তিনজনই।
কলমাকান্দা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কলমাকান্দা শহরের ধানমহাল এলাকায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদের স্ত্রী সেলিনা আক্তার কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। কলেজে অধ্যক্ষসহ চার-পাঁছজন শিক্ষক রয়েছেন। তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করার পর আর কেউ ভর্তি হয়নি। পরপর দুই বছর ওই তিন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও তাঁরা পাস করতে পারেননি।
স্থানীয়রা বলেন, এটি শুধু নামে মাত্র কলেজ। পর্যাপ্ত অবকাঠামো নেই। নেই শিক্ষার পরিবেশ। তাই এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয় না।
প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অ্যাফিলিয়েশন পায়। দুই বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই তিন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছিল। এবারও তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে।
অনুমোদন পাওয়ার পর কলেজটি থেকে ২০২১ সালে প্রথম এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থী না থাকায় তা আর হয়নি। কলেজের নামের সঙ্গে স্কুল থাকলেও এখন পর্যন্ত স্কুলে ভর্তি শুরু হয়নি।
এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ‘আমার স্ত্রী এই কলেজের অধ্যক্ষ। তাই আমার বক্তব্যই তাঁর বক্তব্য। আলাদাভাবে অধ্যক্ষের বক্তব্য নিতে হবে না।’
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘কলমাকান্দায় মহিলা কলেজ আছে এটা আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৯ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৩ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৩ মিনিট আগে