নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।
আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।
পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।
পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।
আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।
পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।
পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে