নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।
সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।
আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।
সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৪ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে