নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বান্ধবীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. চাঁন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল বুধবার সকালে জেলা শহরের মদন বাসস্ট্যান্ড এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাত নয়টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাঁন মিয়া কমলাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. সিরাজ আলীর ছেলে।
এর আগে গত ২৮ অক্টোবর এ মামলার অপর তিন আসামি উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. আপেল মিয়া (৩০), হানিফ মিয়া (৩০) ও মইপুকুরিয়া গ্রামের মো. রনি মিয়াকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাত নয়টার দিকে চাঁন মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলা
সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা এলাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে কলমাকান্দা এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ অক্টোবর বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে কলমাকান্দা যান ভুক্তভোগী তরুণী।
ভালুকা থেকে রাতের বাসে করে রাত একটার দিকে কলমাকান্দার পাবই মোড়ে পৌঁছান তিনি। বাস থেকে নেমে আপেল মিয়া ও চান মিয়া নামে দুই যুবককে পেয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের সহায়তা চান। কিন্তু ওই তরুণীকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে খাতে সালেঙ্গা গ্রামে আপেল মিয়ার বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।
সেখানে আগে থেকেই তাদের আরও দুই বন্ধু রনি ও হানিফ উপস্থিত ছিলেন। পরে তারা চার বন্ধু মিলে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। রাত দুইটার দিকে একপর্যায়ে ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয়রা ওই ভুক্তভোগী তরুণীকে তাঁর বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় পরদিন দুপুরে ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পরপরই তিন অভিযুক্ত আপেল মিয়া, হানিফ মিয়া ও রনি মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। অপর অভিযুক্ত চান মিয়া পলাতক ছিলেন।

নেত্রকোনার কলমাকান্দায় বান্ধবীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. চাঁন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গতকাল বুধবার সকালে জেলা শহরের মদন বাসস্ট্যান্ড এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরে রাত নয়টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়।
চাঁন মিয়া কমলাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. সিরাজ আলীর ছেলে।
এর আগে গত ২৮ অক্টোবর এ মামলার অপর তিন আসামি উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের মো. আপেল মিয়া (৩০), হানিফ মিয়া (৩০) ও মইপুকুরিয়া গ্রামের মো. রনি মিয়াকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাত নয়টার দিকে চাঁন মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলা
সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা এলাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে কলমাকান্দা এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ অক্টোবর বান্ধবীর ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে কলমাকান্দা যান ভুক্তভোগী তরুণী।
ভালুকা থেকে রাতের বাসে করে রাত একটার দিকে কলমাকান্দার পাবই মোড়ে পৌঁছান তিনি। বাস থেকে নেমে আপেল মিয়া ও চান মিয়া নামে দুই যুবককে পেয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাদের সহায়তা চান। কিন্তু ওই তরুণীকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে খাতে সালেঙ্গা গ্রামে আপেল মিয়ার বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।
সেখানে আগে থেকেই তাদের আরও দুই বন্ধু রনি ও হানিফ উপস্থিত ছিলেন। পরে তারা চার বন্ধু মিলে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। রাত দুইটার দিকে একপর্যায়ে ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয়রা ওই ভুক্তভোগী তরুণীকে তাঁর বান্ধবীর বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় পরদিন দুপুরে ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পরপরই তিন অভিযুক্ত আপেল মিয়া, হানিফ মিয়া ও রনি মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। অপর অভিযুক্ত চান মিয়া পলাতক ছিলেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে