নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে নিজ ঘরে টেবিলের ওপর রাখা একটি চিরকুটসহ এরশাদ মিয়া (৩৫) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পৌরসভার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করিবেন না। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।’ এরশাদ মিয়া ওই গ্রামের মো. সুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, এরশাদ মিয়া দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাসে থাকা অবস্থায় আটপাড়া উপজেলার সুখারী গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেম হয়। প্রায় তিন বছর আগে দেশে ফিরে ওই মেয়েকে বিয়েও করেন তিনি। কয়েক মাস সংসার করার পর এরশাদের যৌন সক্ষমতা নেই উল্লেখ করে আদালতে মামলা করেন তাঁর স্ত্রী। পরে এরশাদ তাঁর স্ত্রীকে তালাক দেন। ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন এরশাদ। তা ছাড়া কয়েক দিন ধরে তাঁর চাচার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ থাকায় স্থানীয়রা দুই দিন আগে বিষয়টি মীমাংসা করে দেন।
প্রতিদিনের মতো আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলেন এরশাদ। কিছুক্ষণ পর নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। সকালের খাওয়াদাওয়া করার জন্য তাঁর মা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নিজ ঘরেই এরশাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে একটি চিরকুটসহ এরশাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পাশে টেবিলে চিরকুট দেখতে পান এলাকাবাসী ও পরিবারের লোকজন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিরকুটসহ এরশাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার মদনে নিজ ঘরে টেবিলের ওপর রাখা একটি চিরকুটসহ এরশাদ মিয়া (৩৫) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পৌরসভার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করিবেন না। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।’ এরশাদ মিয়া ওই গ্রামের মো. সুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, এরশাদ মিয়া দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাসে থাকা অবস্থায় আটপাড়া উপজেলার সুখারী গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেম হয়। প্রায় তিন বছর আগে দেশে ফিরে ওই মেয়েকে বিয়েও করেন তিনি। কয়েক মাস সংসার করার পর এরশাদের যৌন সক্ষমতা নেই উল্লেখ করে আদালতে মামলা করেন তাঁর স্ত্রী। পরে এরশাদ তাঁর স্ত্রীকে তালাক দেন। ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন এরশাদ। তা ছাড়া কয়েক দিন ধরে তাঁর চাচার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ থাকায় স্থানীয়রা দুই দিন আগে বিষয়টি মীমাংসা করে দেন।
প্রতিদিনের মতো আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলেন এরশাদ। কিছুক্ষণ পর নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। সকালের খাওয়াদাওয়া করার জন্য তাঁর মা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নিজ ঘরেই এরশাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে একটি চিরকুটসহ এরশাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পাশে টেবিলে চিরকুট দেখতে পান এলাকাবাসী ও পরিবারের লোকজন।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিরকুটসহ এরশাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে