নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে