কেন্দুয়া (নেত্রকোনা )প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত চার ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় আমলীতলা বাজারে যান। ওই সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে বলাইশিমুল গ্রামের কয়েকজন যুবকের ঝগড়া বাধে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য উভয় গ্রামের লোকজনের উদ্যোগে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। একপর্যায়ে ওই সালিসে ছবিলা গ্রামের লোকজন বলাইশিমুল গ্রামের কয়েকজনকে অপদস্থ করেন।
এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে আবুল হাশেম (৬০), আজহারুল (২৮), নূরুন্নাহার (১৮) ও ইমামুল হককে (২০) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুজন হাসপাতালে ভর্তি এবং বাকিরা হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

নেত্রকোনার কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি গ্রামের মধ্যবর্তী হাওরে দফায় দফায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত চার ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের কয়েকজন যুবক স্থানীয় আমলীতলা বাজারে যান। ওই সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে বলাইশিমুল গ্রামের কয়েকজন যুবকের ঝগড়া বাধে। পরে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য উভয় গ্রামের লোকজনের উদ্যোগে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। একপর্যায়ে ওই সালিসে ছবিলা গ্রামের লোকজন বলাইশিমুল গ্রামের কয়েকজনকে অপদস্থ করেন।
এর জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে আবুল হাশেম (৬০), আজহারুল (২৮), নূরুন্নাহার (১৮) ও ইমামুল হককে (২০) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুজন হাসপাতালে ভর্তি এবং বাকিরা হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে