নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসা।
এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছিল। লাশ মমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।

নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসা।
এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছিল। লাশ মমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
১৫ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
১৮ মিনিট আগে
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১ ঘণ্টা আগে