নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় একটি হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। লেঙ্গুরা এলাকা থেকে আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল। র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৩ মার্চ ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলীকে (৬৩) বাড়ি থেকে ডেকে নিয়ে চারুয়া বিলের ধানখেতের পাশে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যান রফিকুল। পরদিন জ্ঞান ফিরলে নিজেকে ধানখেতে আবিষ্কার করেন লস্কর। রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় লস্কর আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে রফিকুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আজ রোববার সকালে তাঁকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় একটি হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। লেঙ্গুরা এলাকা থেকে আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল। র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৩ মার্চ ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলীকে (৬৩) বাড়ি থেকে ডেকে নিয়ে চারুয়া বিলের ধানখেতের পাশে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যান রফিকুল। পরদিন জ্ঞান ফিরলে নিজেকে ধানখেতে আবিষ্কার করেন লস্কর। রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় লস্কর আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে রফিকুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আজ রোববার সকালে তাঁকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে