নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীরা হলেন—উপজেলার ডুবারুহি গ্রামের সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আতিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের দীপ্ত দত্ত (২০)।
আজ রোববার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ৫ আগস্টের পর নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই প্রথম মিছিল। মিছিলে অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই মিছিল বের করেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীরা হলেন—উপজেলার ডুবারুহি গ্রামের সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আতিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের দীপ্ত দত্ত (২০)।
আজ রোববার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ৫ আগস্টের পর নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই প্রথম মিছিল। মিছিলে অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই মিছিল বের করেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে