নেত্রকোনা প্রতিনিধি

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে