নেত্রকোনা প্রতিনিধি

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

কিশোরীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে (৬২) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ। ২২ বছর ধরে পলাতক থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ময়মনসিংহ র্যাব-১৪-এর একটি দল আবুল কাশেমকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করে। বিকেলে আবুল কাশেমকে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়। পূর্বধলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কাশেমের বাড়ি পূর্বধলা উপজেলার ধলামাইজপাড়া গ্রামে।
পুলিশের এএসআই মুখলেছুর রহমান বলেন, ২০০১ সালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমের বিরুদ্ধে মামলা হয়। মামলার পরপরই কাশেম এলাকা থেকে পালিয়ে যান। সেই মামলায় ২০১৫ সালে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুর এলাকা থেকে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এএসআই মুখলেছুর রহমান আরও বলেন, মামলার পর থেকেই কাশেম স্ত্রী, সন্তানসহ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে আশ্রয় নেন। সেখানে তিনি নাম-পরিচয় গোপন করে অটোরিকশা চালাতেন। এলাকায় থাকা পরিবারের লোকজন বা আত্মীয়স্বজন কারও সঙ্গে যোগাযোগ করতেন না। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। যে কারণে তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই মুখলেছুর রহমান।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৫ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৭ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে