নেত্রকোনা প্রতিনিধি

দুই বন্ধু প্রতিদিন একসঙ্গে ঘরে বসে গাঁজা সেবন করেন। একদিন গাঁজা সেবন করতে গিয়ে দেখেন ঘরে বন্ধু নেই। এ সময় একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অপর বন্ধু। এতে বাধা দিলে বন্ধুর স্ত্রীকে মারধর শুরু করেন স্বামীর ওই বন্ধু। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী (৩০) মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত রোববার ৩০ এপ্রিল মদন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সুহেল মিয়া (৩৫)। তিনি মদন দক্ষিণ পাড়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল মিয়া ওই নারীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে ওই নারীর স্বামী ও সুহেল মিয়া প্রতিদিন আশ্রয়ণ প্রকল্পের ঘরে গাঁজা সেবন করেন। গত রোববার গাঁজা সেবন করতে বন্ধুর বাড়িতে যান সুহেল মিয়া। ঘরে বন্ধুর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে সুহেল ওই নারীকে মারধর করলে তাঁর স্বামীসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘সুহেল প্রায় সময়েই আমার ঘরে আসা-যাওয়া করে। রোববার রাতে বাড়িতে না থাকায় আমার স্ত্রীকে সে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করে সুহেল। এতে বাধা দিলে সুহেল আমার স্ত্রীকে মারধর করে। গ্রামের মাতবরেরা বিচারের আশা দিয়েও কোনো বিচার করেনি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সুহেলকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা আবুল বাশার বলেন, ‘মেয়েটির স্বামী ও আমার ছেলে ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে প্রতিদিন একসঙ্গে গাঁজা খায়। ওই নারীর সন্তান না হওয়ায় স্বামীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তিন মাসের মধ্যে সন্তান না হলে স্বামী তাকে তালাক দেবে। সম্ভবত সন্তানের আশায় মেয়েটি স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে মেলামেশা করতে চাইছিল।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘এক নারীকে কুপ্রস্তাব দিয়ে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুই বন্ধু প্রতিদিন একসঙ্গে ঘরে বসে গাঁজা সেবন করেন। একদিন গাঁজা সেবন করতে গিয়ে দেখেন ঘরে বন্ধু নেই। এ সময় একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অপর বন্ধু। এতে বাধা দিলে বন্ধুর স্ত্রীকে মারধর শুরু করেন স্বামীর ওই বন্ধু। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী (৩০) মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত রোববার ৩০ এপ্রিল মদন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সুহেল মিয়া (৩৫)। তিনি মদন দক্ষিণ পাড়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল মিয়া ওই নারীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে ওই নারীর স্বামী ও সুহেল মিয়া প্রতিদিন আশ্রয়ণ প্রকল্পের ঘরে গাঁজা সেবন করেন। গত রোববার গাঁজা সেবন করতে বন্ধুর বাড়িতে যান সুহেল মিয়া। ঘরে বন্ধুর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে সুহেল ওই নারীকে মারধর করলে তাঁর স্বামীসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘সুহেল প্রায় সময়েই আমার ঘরে আসা-যাওয়া করে। রোববার রাতে বাড়িতে না থাকায় আমার স্ত্রীকে সে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করে সুহেল। এতে বাধা দিলে সুহেল আমার স্ত্রীকে মারধর করে। গ্রামের মাতবরেরা বিচারের আশা দিয়েও কোনো বিচার করেনি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সুহেলকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা আবুল বাশার বলেন, ‘মেয়েটির স্বামী ও আমার ছেলে ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে প্রতিদিন একসঙ্গে গাঁজা খায়। ওই নারীর সন্তান না হওয়ায় স্বামীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তিন মাসের মধ্যে সন্তান না হলে স্বামী তাকে তালাক দেবে। সম্ভবত সন্তানের আশায় মেয়েটি স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে মেলামেশা করতে চাইছিল।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘এক নারীকে কুপ্রস্তাব দিয়ে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে