নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
২ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১৬ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
২৮ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
৩১ মিনিট আগে