নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারকে অপহরণ ও মারধর করেন অপর প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। তিনি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্যালক। পরে সমালোচনার মুখে পলকের নির্দেশে ও দলের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মনোনয়নপত্র জমা দেওয়া ঠেকানোর সেই প্রচেষ্টাই কাল হলো রুবেলের। সপ্তাহ ঘুরতেই দেলোয়ারকে অনানুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত ঘোষণা করল নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন পাশাকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ দিকে দেলোয়ার হোসেন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেলোয়ার হোসেন পাশার দলে বড় কোনো পদ নেই। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
স্থানীয়রা বলছে, অপহরণ ও মারধরের ঘটনার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে দেলোয়ারের।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে তালিকা পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হবে।
তবে সিংড়ায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
উল্লেখ্য সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে রুবেলের অনুসারীরা পাশাকে অপহরণ ও মারধর করে।
এ ঘটনা দেশব্যাপী আলোচিত হলে সরকারের হাইকমান্ড থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে