নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুলিতে আহত রিপনকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৬টার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাকি তিনজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, খাকড়াদহ এলাকার আওয়ামী লীগের কর্মী রিপন ও হাবিব মণ্ডলের মধ্যে জমিজমাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলেই ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপনের সমর্থক রিপন আলী (৩৮) গুলিবিদ্ধ হন। তা ছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) ফলার আঘাতে গুরুতর আহত হন। অপরদিকে, আওয়ামী লীগ নেতা হাবিব মণ্ডলের সমর্থক আরিফ হোসেন (৩২) ফলার আঘাতে গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ইসলাম বলেন, ‘রিপন নামের রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘রিপন ও হাবিব সম্পর্কে আত্মীয়। জমি নিয়ে তাদের বিরোধ ছিল। আজ বিকেলে তাদের মীমাংসা হয়েছে। অথচ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুলিতে আহত রিপনকে (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৬টার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাকি তিনজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, খাকড়াদহ এলাকার আওয়ামী লীগের কর্মী রিপন ও হাবিব মণ্ডলের মধ্যে জমিজমাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলেই ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপনের সমর্থক রিপন আলী (৩৮) গুলিবিদ্ধ হন। তা ছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) ফলার আঘাতে গুরুতর আহত হন। অপরদিকে, আওয়ামী লীগ নেতা হাবিব মণ্ডলের সমর্থক আরিফ হোসেন (৩২) ফলার আঘাতে গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ইসলাম বলেন, ‘রিপন নামের রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘রিপন ও হাবিব সম্পর্কে আত্মীয়। জমি নিয়ে তাদের বিরোধ ছিল। আজ বিকেলে তাদের মীমাংসা হয়েছে। অথচ সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে