লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ জুলাই) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সুইট তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
আজ বেলা দেড়টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পাশের পাটখেতে সুইটের বাবা তাঁর ছেলের লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার ইঙ্গিত দেয় বলে ধারণা করছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুইট নিখোঁজ থাকার বিষয়ে তাঁর পরিবার আজ সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সুইটের লাশ নিশ্চিত করলে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ জুলাই) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সুইট তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
আজ বেলা দেড়টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পাশের পাটখেতে সুইটের বাবা তাঁর ছেলের লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার ইঙ্গিত দেয় বলে ধারণা করছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুইট নিখোঁজ থাকার বিষয়ে তাঁর পরিবার আজ সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় রাস্তার পাশে লাশ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সুইটের লাশ নিশ্চিত করলে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩১ মিনিট আগে