লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোরের লালপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ইপিজেডের ১৪ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে ও ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাজ আলী (৭৮) বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে। সকাল ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় লালপুর থেকে বাঘা অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই মো. মকবুল হোসেন।
অন্যদিকে সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে ইপিজেড শ্রমিক পরিবহনকারী দুটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হন।
স্থানীয় লোকজন জানায়, এক শ্রমিককে গাড়িতে ওঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির অপর একটি ভ্যান এসে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানে থাকা শ্রমিকেরা আহত হন। তাঁদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নবীনগরের আফসানা খাতুন (২২), উত্তর লালপুরের মিতা খাতুন (২৩) ও তিলকপুরের মো. লিমনকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মুনজুর রহমান।
লালপুর থানার ওসি (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ও দুটি ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে