নাটোর প্রতিনিধি

নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক পরিচয়দানকারী এক ব্যক্তির হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর হাইস্কুলের শিক্ষক-কর্মচারী, প্রধান শিক্ষকের ছেলে ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মনিরুল ইসলাম মনির (২৩)। তিনি বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের চৌকিদার হাবিবুর রহমান হবুর ছেলে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনিরুল ইসলাম মনির মাত্র কয়েক বছর ঢাকায় অবস্থান করে এখন এলাকায় এসে বিলাস বহুল টয়োটা প্রিমিও গাড়ি কিনে চলাফেরা করেন। এরই মধ্যে মাইক্রোবাস, ট্রাক ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন। বড়াইগ্রাম থানার সঙ্গে গড়ে তুলেছেন সখ্যতা। তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে লোকজনকে সেনাবাহিনী, নৌবাহিনী বা পুলিশ চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন। ২০১৮ সালে তাঁকে ১১ লাখ ৯০ হাজার টাকা দিয়েও চাকরি বা টাকা ফেরত না পাওয়ায় বিজয় সরকার নামে একজন চাকরি প্রার্থী যুবক আত্মহত্যা করেছেন। এ বিষয়ে বিজয় সরকারের বড় ভাই মারুফ সরকার জয় আদালতে মনির ও তাঁর ভাই বাবুলের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো চলমান রয়েছে।
২০১৪ সালে একই এলাকার চন্ডিপুর গ্রামের রেজাউল করিমের স্কুল পড়ুয়া মেয়ে রেখার সঙ্গে বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে না করায় বিষপান করে আত্মহত্যা করে রেখা। আরও নানা জনের কাছে মনির চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন। গ্রাম প্রধান ও স্থানীয় হাইস্কুলের প্রধান হিসেবে এসব বিষয়ে বিচারের উদ্যোগ নেওয়ায় মনির হোসেন রামেশ্বরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জুর ওপরে ক্ষিপ্ত হন। এই স্কুলে দুটি শূন্যপদে তাঁর পছন্দের লোক নিয়োগ দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন মনির।
এসব বিষয়ে বিরোধের জের ধরে থানা-পুলিশ দিয়ে এবং প্রকাশ্যে স্কুলে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চাপ দেওয়া শুরু করেন। মনির বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ও সহকারী শিক্ষিকা দিপ্তী রানী প্রামানিক বলেন, দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জু পুকুরে মাছ চাষ ও পোলট্রি ব্যবসা করতেন। এসব ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়ায় তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ বিষয়টিকে সুযোগ হিসেবে নিয়ে মনির প্রধান শিক্ষককে নানাভাবে হয়রানি করেন। এখন প্রধান শিক্ষক স্ত্রী ও মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। কোনো মামলা না থাকলেও পুলিশ তাঁদের বাড়ি গিয়ে তাঁকে না পেয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলে আসছে। গত ১০ দিন থেকে তিনি আর স্কুলেও আসছেন না। সরওয়ার হোসেন পিঞ্জু এলাকার একটি খাল খনন করতে গেলে মনির লোকজন নিয়ে সেখানেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকের ছেলে নিয়ামুল হোসেন নির্ঝর, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাহাবুল ইসলাম, প্রতিবেশী শফিকুল ইসলাম, রতন সরকার, রামেশ্বরপুর হাইস্কুলের সহকারী শিক্ষক দেলোয়ারা খাতুন, মেহেদী হাসান ও অফিস সহকারী সাইদুল ইসলাম।
এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মনির জানান, তাঁর বিরুদ্ধে করা সব অভিযোগ অসত্য। তিনি কারও নিকট থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেননি, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় বলে কোথাও পরিচয়ও দেননি।
এ নিয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুর রহিম মনিরের গাড়িতে ঘুরে বেড়ানোসহ তাঁর সঙ্গে সখ্যতার সকল অভিযোগ অস্বীকার করেন। ওসি জানান, সরওয়ার হোসেন পিঞ্জুর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। মনিরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন ওসি।

নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক পরিচয়দানকারী এক ব্যক্তির হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর হাইস্কুলের শিক্ষক-কর্মচারী, প্রধান শিক্ষকের ছেলে ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মনিরুল ইসলাম মনির (২৩)। তিনি বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের চৌকিদার হাবিবুর রহমান হবুর ছেলে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনিরুল ইসলাম মনির মাত্র কয়েক বছর ঢাকায় অবস্থান করে এখন এলাকায় এসে বিলাস বহুল টয়োটা প্রিমিও গাড়ি কিনে চলাফেরা করেন। এরই মধ্যে মাইক্রোবাস, ট্রাক ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন। বড়াইগ্রাম থানার সঙ্গে গড়ে তুলেছেন সখ্যতা। তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে লোকজনকে সেনাবাহিনী, নৌবাহিনী বা পুলিশ চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন। ২০১৮ সালে তাঁকে ১১ লাখ ৯০ হাজার টাকা দিয়েও চাকরি বা টাকা ফেরত না পাওয়ায় বিজয় সরকার নামে একজন চাকরি প্রার্থী যুবক আত্মহত্যা করেছেন। এ বিষয়ে বিজয় সরকারের বড় ভাই মারুফ সরকার জয় আদালতে মনির ও তাঁর ভাই বাবুলের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনো চলমান রয়েছে।
২০১৪ সালে একই এলাকার চন্ডিপুর গ্রামের রেজাউল করিমের স্কুল পড়ুয়া মেয়ে রেখার সঙ্গে বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে না করায় বিষপান করে আত্মহত্যা করে রেখা। আরও নানা জনের কাছে মনির চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন। গ্রাম প্রধান ও স্থানীয় হাইস্কুলের প্রধান হিসেবে এসব বিষয়ে বিচারের উদ্যোগ নেওয়ায় মনির হোসেন রামেশ্বরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জুর ওপরে ক্ষিপ্ত হন। এই স্কুলে দুটি শূন্যপদে তাঁর পছন্দের লোক নিয়োগ দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন মনির।
এসব বিষয়ে বিরোধের জের ধরে থানা-পুলিশ দিয়ে এবং প্রকাশ্যে স্কুলে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চাপ দেওয়া শুরু করেন। মনির বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ও সহকারী শিক্ষিকা দিপ্তী রানী প্রামানিক বলেন, দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জু পুকুরে মাছ চাষ ও পোলট্রি ব্যবসা করতেন। এসব ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়ায় তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ বিষয়টিকে সুযোগ হিসেবে নিয়ে মনির প্রধান শিক্ষককে নানাভাবে হয়রানি করেন। এখন প্রধান শিক্ষক স্ত্রী ও মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। কোনো মামলা না থাকলেও পুলিশ তাঁদের বাড়ি গিয়ে তাঁকে না পেয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলে আসছে। গত ১০ দিন থেকে তিনি আর স্কুলেও আসছেন না। সরওয়ার হোসেন পিঞ্জু এলাকার একটি খাল খনন করতে গেলে মনির লোকজন নিয়ে সেখানেও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকের ছেলে নিয়ামুল হোসেন নির্ঝর, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাহাবুল ইসলাম, প্রতিবেশী শফিকুল ইসলাম, রতন সরকার, রামেশ্বরপুর হাইস্কুলের সহকারী শিক্ষক দেলোয়ারা খাতুন, মেহেদী হাসান ও অফিস সহকারী সাইদুল ইসলাম।
এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম মনির জানান, তাঁর বিরুদ্ধে করা সব অভিযোগ অসত্য। তিনি কারও নিকট থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেননি, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় বলে কোথাও পরিচয়ও দেননি।
এ নিয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুর রহিম মনিরের গাড়িতে ঘুরে বেড়ানোসহ তাঁর সঙ্গে সখ্যতার সকল অভিযোগ অস্বীকার করেন। ওসি জানান, সরওয়ার হোসেন পিঞ্জুর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। মনিরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন ওসি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে