Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে ঢুকে নির্দেশনা: ছাত্রদলকে নেতা বহিষ্কার

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি
পরীক্ষাকেন্দ্রে ঢুকে নির্দেশনা: ছাত্রদলকে নেতা বহিষ্কার
বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রদল নেতার নির্দেশনা। ছবি: সংগৃহীত

নাটোরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র ঢুকে নির্দেশনা প্রদানকারী ছাত্রদল নেতা রাকিব সরদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদল প্রচার সম্পাদক আসিফ ইকবাল।

রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বনপড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জেলা ছাত্রদল শাখার সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদল পরীক্ষাকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের সেবার জন্য পানি, মাস্কসহ আনুষঙ্গিক উপকরণ নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু অভিযুক্ত সব নিয়ম অমান্য করে কেন্দ্রে ঢুকে শৃঙ্খলা-পরিপন্থী কাজ করেছেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর প্রতিও কোনো রকম শৈথিল্য দেখানো হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত