Ajker Patrika

নলডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নলডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নাটোরের নলডাঙ্গায় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের এ ঘটনায় প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলেসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন তুহিন (২২), তাঁর তিন সহযোগী ওসমান আলী (৪৫), জীবন (২৪) ও শুভ প্রামাণিক (২৩)। 

মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তুহিন নামের এক তরুণ অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। তুহিনের চাচা ওসমান আলী ও তাঁর দুই বন্ধু জীবন ও শুভ ধর্ষণে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে তুহিনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত