Ajker Patrika

মনোনয়নপত্র সংশোধনের টাকা চেয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৯
মনোনয়নপত্র সংশোধনের টাকা চেয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

নাটোরে মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের লোক পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম রিপন খন্দকার (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্যও আবেদন করা হয়েছে।’ 

পুলিশ বলছে, রিপন খন্দকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাতে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রার্থী জাহানারা বেগমের মোবাইল নম্বরে কল করেন রিপন খন্দকার। এ সময় তিনি জানান তাঁর মনোনয়নপত্রে কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করতে হলে কিছু টাকা দিতে হবে। এ ধরনের কথায় সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের সন্দেহ হয়। পরে তিনি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার একপর্যায়ে বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পরে সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত