বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।
এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।
পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।
জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।
এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।
পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।
জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
২০ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
২৩ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
১ ঘণ্টা আগে