বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রওশন আলমের ছেলে জিয়ারুল ইসলাম, ভাই হাশেম আলী শেখ, বোন লিলি বেগম, জামাতা আফসার আলী, শ্যালক সায়মুদ্দিন, ভাতিজা আরিফুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন।
আরিফুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন সন্ধ্যায় আমার বড় চাচা রওশন আলম বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাঁর ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর নাটোর সদর হাসপাতালে মারা যান।’
আরিফুল বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, মামলা প্রত্যাহার না করলে রওশন আলমের মতো বাদী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হবে।’
মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, ‘সেদিন সামান্য হাতাহাতি হয়েছিল। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি দিচ্ছি না।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। তাই আপাতত তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের কেউ হুমকির শিকার হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় দিঘইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক রওশন আলম শেখ মারা যান।

নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রওশন আলমের ছেলে জিয়ারুল ইসলাম, ভাই হাশেম আলী শেখ, বোন লিলি বেগম, জামাতা আফসার আলী, শ্যালক সায়মুদ্দিন, ভাতিজা আরিফুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন।
আরিফুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন সন্ধ্যায় আমার বড় চাচা রওশন আলম বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাঁর ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর নাটোর সদর হাসপাতালে মারা যান।’
আরিফুল বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, মামলা প্রত্যাহার না করলে রওশন আলমের মতো বাদী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হবে।’
মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, ‘সেদিন সামান্য হাতাহাতি হয়েছিল। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি দিচ্ছি না।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। তাই আপাতত তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের কেউ হুমকির শিকার হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় দিঘইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক রওশন আলম শেখ মারা যান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে