Ajker Patrika

কথাকাটাকাটি দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ৩২
কথাকাটাকাটি দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৫)। সে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। 

স্বজনরা জানান, আতিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে বাসচালকের ভাড়ার টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ড্রাইভার ও যাত্রীদের কথাকাটাকাটি দেখতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়। নিহত আতিকুলও লোকজনদের সঙ্গে দাঁড়িয়ে ছিল সেখানে। এমন সময় হঠাৎ করে বাসের ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে। এতে আতিকুলের মাথা থেঁতলে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

পরে স্থানীয়দের সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। 

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ এরই মধ্যে বাস ও চালককে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতিকুলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত