রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে শনিবার বিকেল থেকেই উপজেলার মেথিকান্দা এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রির বাড়ির নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। এ ঘটনায় হযরত আলী ওরফে হরজুর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ আবার নতুন করে দেখা দেয়। এরই জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে লিয়াকত আলীর সমর্থকদের ওপর রুবেলের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এতে উভয়পক্ষের চারজন আহতসহ একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি লিয়াকত আলীর সমর্থক বলে জানা গেছে।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে শনিবার বিকেল থেকেই উপজেলার মেথিকান্দা এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রির বাড়ির নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। এ ঘটনায় হযরত আলী ওরফে হরজুর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ আবার নতুন করে দেখা দেয়। এরই জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে লিয়াকত আলীর সমর্থকদের ওপর রুবেলের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এতে উভয়পক্ষের চারজন আহতসহ একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি লিয়াকত আলীর সমর্থক বলে জানা গেছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে