পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর সামনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন।
রিমান্ড পাওয়া দুজন হলেন, ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজিব (২৮) ও চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালত তাঁদের দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইমায়েদুল জাহেদী বলেন, একাধিক দিনে জিজ্ঞাসাবাদ করা গেলে ভালো হতো। তারপরও রিমান্ডে পাওয়ায় ঘটনার শুরু ও শেষ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
এর আগে গতকাল রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার আরেক অজ্ঞাত আসামি (৩০) পলাতক রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘোড়াশাল স্টেশন এলাকার আশপাশে বসবাস করেন তিনি।
ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, পলাতক আসামির খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামি ধরা পড়বে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এ সময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।

নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর সামনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন।
রিমান্ড পাওয়া দুজন হলেন, ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজিব (২৮) ও চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালত তাঁদের দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইমায়েদুল জাহেদী বলেন, একাধিক দিনে জিজ্ঞাসাবাদ করা গেলে ভালো হতো। তারপরও রিমান্ডে পাওয়ায় ঘটনার শুরু ও শেষ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
এর আগে গতকাল রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার আরেক অজ্ঞাত আসামি (৩০) পলাতক রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘোড়াশাল স্টেশন এলাকার আশপাশে বসবাস করেন তিনি।
ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, পলাতক আসামির খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামি ধরা পড়বে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এ সময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে