নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব বাজারে এই ঘটনা ঘটে। এ সময় যুবদলের কার্যালয়ে ভাঙচুর করা হয়।
কাঞ্চন পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঘল হোসেন বলেন, ‘আজ শনিবার বিকেলে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে রূপসী এলাকায় গাজী (সাবেক এমপি) বিরোধী সমাবেশের প্রস্তুতি চলছিল। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বিরাব বাজার যুবদল কার্যালয়ে সভা বসে। সভার শেষদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা হঠাৎ আক্রমণ করে। জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তাঁর ভাই আবুলসহ অন্তত ৩০ জনের একটি দল কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। তাতে অন্তত আটজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘রাতে যুবদলের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে আমাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের সঙ্গে হাতাহাতি করে। এর বেশি কিছু হয়নি।’
তবে হামলার অভিযোগ জানিয়ে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বলেন, ‘গাজীর বিরুদ্ধে সমাবেশ পণ্ড করতে তারা যুবদল কার্যালয়ে অতর্কিতে হামলা করে। তাতে আমাদের আটজন নেতা-কর্মী আহত হয়। আমরা বিষয়টি রূপগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হামলা ও মারধরের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব বাজারে এই ঘটনা ঘটে। এ সময় যুবদলের কার্যালয়ে ভাঙচুর করা হয়।
কাঞ্চন পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঘল হোসেন বলেন, ‘আজ শনিবার বিকেলে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে রূপসী এলাকায় গাজী (সাবেক এমপি) বিরোধী সমাবেশের প্রস্তুতি চলছিল। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বিরাব বাজার যুবদল কার্যালয়ে সভা বসে। সভার শেষদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা হঠাৎ আক্রমণ করে। জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তাঁর ভাই আবুলসহ অন্তত ৩০ জনের একটি দল কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। তাতে অন্তত আটজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘রাতে যুবদলের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে আমাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের সঙ্গে হাতাহাতি করে। এর বেশি কিছু হয়নি।’
তবে হামলার অভিযোগ জানিয়ে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বলেন, ‘গাজীর বিরুদ্ধে সমাবেশ পণ্ড করতে তারা যুবদল কার্যালয়ে অতর্কিতে হামলা করে। তাতে আমাদের আটজন নেতা-কর্মী আহত হয়। আমরা বিষয়টি রূপগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হামলা ও মারধরের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে