সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাকসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম মেনে আদমজীর ঊর্মি গার্মেন্টসের সঙ্গে তাঁদের ব্যবসায়িক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা করা সম্ভব হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি।
ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা বলেন, তাঁর অংশীদার হিসেবে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু রয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা মালামাল লুট করেছেন, তাঁদের অধিকাংশই কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি তিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতকে জানাতে একাধিকবার ফোন দেন। কিন্তু রিফাত ফোন রিসিভ করেননি।
শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবু বলেন, ‘মালামাল লুটের পেছনে কৃষক দলের নামধারী মাহাবুব, কাওছার, আমান, শামীম ঢালী, সেন্টু, দুলাল, তৈয়্যব, আকাশ প্রধান, জাকির ও রাসেলকে আমরা শনাক্ত করতে পেরেছি। জিডিতে তাঁদের নাম না দেওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাদের দলেরই লোক। তাঁদের নাম দিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’
তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কারও সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোও ভিত্তিহীন। যেদিন ঘটনা ঘটে, সেদিন আমি রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে ছিলাম।’
থানায় করা অভিযোগ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে ট্রাকসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম মেনে আদমজীর ঊর্মি গার্মেন্টসের সঙ্গে তাঁদের ব্যবসায়িক চুক্তি রয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকেলে ১৪টি ট্রাকে ওয়েস্টেজ ও গার্বেজ মালামাল বের হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকগুলো কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অংশীদারদের সহযোগিতায় জালকুড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা করা সম্ভব হলেও ৯০ বস্তা এখনো উদ্ধার হয়নি।
ভুক্তভোগী আয়েশা আক্তার দিনা বলেন, তাঁর অংশীদার হিসেবে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু রয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা মালামাল লুট করেছেন, তাঁদের অধিকাংশই কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি তিনি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতকে জানাতে একাধিকবার ফোন দেন। কিন্তু রিফাত ফোন রিসিভ করেননি।
শাহেদ আহমেদ ও মমিনুর রহমান বাবু বলেন, ‘মালামাল লুটের পেছনে কৃষক দলের নামধারী মাহাবুব, কাওছার, আমান, শামীম ঢালী, সেন্টু, দুলাল, তৈয়্যব, আকাশ প্রধান, জাকির ও রাসেলকে আমরা শনাক্ত করতে পেরেছি। জিডিতে তাঁদের নাম না দেওয়া প্রসঙ্গে তাঁরা বলেন, যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাদের দলেরই লোক। তাঁদের নাম দিলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’
তবে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার রিফাত দাবি করেন, ‘ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কারও সম্পৃক্ততা নেই। অভিযোগগুলোও ভিত্তিহীন। যেদিন ঘটনা ঘটে, সেদিন আমি রাজধানী ঢাকায় একটি কর্মসূচিতে ছিলাম।’
থানায় করা অভিযোগ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে