সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মা-বাবার কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর কবরের পাশে কবর দেওয়ার অনুরোধ করে চিরকুট লিখে এক যুবক আত্মহত্যা করেছেন। লুৎফর রহমান জনি (৩৪) নামের ওই যুবক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় থাকতেন। আজ শনিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আজ দুপুরে লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন (২)। লুৎফর রহমান জনি এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লুৎফর রহমান সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। এ থেকেই হয়তো আত্মহত্যা করেছেন। নিজের শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায় পরিবারের লোকজন। এরপর পুলিশে খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘরে টেবিলের ওপর রাখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে লেখা রয়েছে—‘আব্বা আপনে আমারে অনেক ভালোবাসেন। আমি ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন—স্বর্ণার পাশের কবরটা খালি আছে, সেখানে আমারে কবর দিয়েন।
‘ঝামেলা হইলে ফরিদ মাওলানা কাকা কবরস্থানের কমিটিতে আছে, তার লগে কথা কইয়া স্বর্ণার কবরের লগে আমারে কবর দিয়েন। আমার শোয়াইবরে (ছেলে) দেখে রাইখেন। আব্বা, আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্ণারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। আমারে আপনে মাফ কইরা দিয়েন আব্বা।
‘মা, আপনেও আমারে মাফ কইরা দিয়েন—আপনার যত্ন নিতে পারি নাই। আমি তোমাগো অনেক ভালোবাসি আব্বা-মা।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, ওই যুবক একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মা-বাবার কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর কবরের পাশে কবর দেওয়ার অনুরোধ করে চিরকুট লিখে এক যুবক আত্মহত্যা করেছেন। লুৎফর রহমান জনি (৩৪) নামের ওই যুবক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় থাকতেন। আজ শনিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আজ দুপুরে লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন (২)। লুৎফর রহমান জনি এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লুৎফর রহমান সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। এ থেকেই হয়তো আত্মহত্যা করেছেন। নিজের শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায় পরিবারের লোকজন। এরপর পুলিশে খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘরে টেবিলের ওপর রাখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে লেখা রয়েছে—‘আব্বা আপনে আমারে অনেক ভালোবাসেন। আমি ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন—স্বর্ণার পাশের কবরটা খালি আছে, সেখানে আমারে কবর দিয়েন।
‘ঝামেলা হইলে ফরিদ মাওলানা কাকা কবরস্থানের কমিটিতে আছে, তার লগে কথা কইয়া স্বর্ণার কবরের লগে আমারে কবর দিয়েন। আমার শোয়াইবরে (ছেলে) দেখে রাইখেন। আব্বা, আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্ণারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। আমারে আপনে মাফ কইরা দিয়েন আব্বা।
‘মা, আপনেও আমারে মাফ কইরা দিয়েন—আপনার যত্ন নিতে পারি নাই। আমি তোমাগো অনেক ভালোবাসি আব্বা-মা।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, ওই যুবক একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১০ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৫ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৯ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে