নরসিংদী প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে অপহারিত এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইদিন সকালে শহরের সিঅ্যান্ডবি রোড থেকে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করা হয়।
কলেজছাত্রীকে উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ। তিনি বলেন, ‘এই ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন।’
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের মুজিবুর রহমান (২৫) ও ইরফান (২১) এবং শহরের বীরপুর এলাকার জিয়াউল হক মোবিন (২২)।
পুলিশ ও পরিবার জানায়, ভুক্তভোগী ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আনিকুল ইসলাম ওরফে আশিক (২৩) দুই বছর ধরে বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ছাত্রীর বাসায় বিয়ের প্রস্তাব পাঠালে ভুক্তভোগীর পরিবার নাকচ করে দেয়।
গতকাল বুধবার সকালে দুই বান্ধবীসহ ওই ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজে যাচ্ছিলেন। শহরের সিঅ্যান্ডবি রোডের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে তিনজন যুবক ওই ছাত্রীকে তুলে নিয়ে যান। পরে বান্ধবীরা গাড়ির নম্বরটি কলেজ কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আড়াইহাজার থানার ছনপাড়া এলাকা থেকে মুজিবুর, মোবিন ও ইরফানকে আটক করে এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
অপহারিত কলেজছাত্রীকে উদ্ধারের পর গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশিকসহ আরও তিনজনের নামে সদর মডেল থানায় মামলা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘আশিক ওই ছাত্রীকে অপহরণ করে নেওয়ার জন্য তিনজন যুবককে পাঠান। আমরা খবর পেয়ে ভুক্তভোগী মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করি। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।’
ওসি আরও বলেন, ‘ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ গতকাল সন্ধ্যায় মামলা হিসেবে এজাহারভুক্ত করেছি। প্রধান অভিযুক্ত আসামি আশিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে অপহারিত এক কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইদিন সকালে শহরের সিঅ্যান্ডবি রোড থেকে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করা হয়।
কলেজছাত্রীকে উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ। তিনি বলেন, ‘এই ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন।’
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের মুজিবুর রহমান (২৫) ও ইরফান (২১) এবং শহরের বীরপুর এলাকার জিয়াউল হক মোবিন (২২)।
পুলিশ ও পরিবার জানায়, ভুক্তভোগী ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আনিকুল ইসলাম ওরফে আশিক (২৩) দুই বছর ধরে বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ছাত্রীর বাসায় বিয়ের প্রস্তাব পাঠালে ভুক্তভোগীর পরিবার নাকচ করে দেয়।
গতকাল বুধবার সকালে দুই বান্ধবীসহ ওই ছাত্রী নরসিংদী সরকারি মহিলা কলেজে যাচ্ছিলেন। শহরের সিঅ্যান্ডবি রোডের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে তিনজন যুবক ওই ছাত্রীকে তুলে নিয়ে যান। পরে বান্ধবীরা গাড়ির নম্বরটি কলেজ কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আড়াইহাজার থানার ছনপাড়া এলাকা থেকে মুজিবুর, মোবিন ও ইরফানকে আটক করে এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।
অপহারিত কলেজছাত্রীকে উদ্ধারের পর গতকাল সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশিকসহ আরও তিনজনের নামে সদর মডেল থানায় মামলা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, ‘আশিক ওই ছাত্রীকে অপহরণ করে নেওয়ার জন্য তিনজন যুবককে পাঠান। আমরা খবর পেয়ে ভুক্তভোগী মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করি। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।’
ওসি আরও বলেন, ‘ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ গতকাল সন্ধ্যায় মামলা হিসেবে এজাহারভুক্ত করেছি। প্রধান অভিযুক্ত আসামি আশিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে