Ajker Patrika

নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার শহিদ মিয়া (৫০) ও তার স্ত্রী জোসনা বানু (৪০)। তাদের মধ্যে জোসনা বানুকে যাবজ্জীবন কারাদণ্ড ও শহীদ মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কান্দাপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মজিবুরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিরা গ্রেপ্তার হয় ও হত্যার দায় স্বীকার করে। 

মামলার তদন্তকাজ শেষে আদালত ১০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত