নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৮ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১১ মিনিট আগে
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
৩ ঘণ্টা আগে