নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে। অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আমাদের নিয়ে কথা বলে। আমাদের গালি দিক সমস্যা নাই। কিন্তু নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না।’
শামীম বলেন, ‘আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি, তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা অন্তত আমরা মেনে নেব না।’
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ, দেশের সব আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।’
নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি, আপনাদের সব পুলিশ তাদের পক্ষে যান। তারপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব আওয়ামী লীগের শক্তি। আমরা এমন আওয়াজ তুলব, যা সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার জনপ্রতিনিধিরা।

ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে। অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আমাদের নিয়ে কথা বলে। আমাদের গালি দিক সমস্যা নাই। কিন্তু নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না।’
শামীম বলেন, ‘আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি, তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা অন্তত আমরা মেনে নেব না।’
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ, দেশের সব আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।’
নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি, আপনাদের সব পুলিশ তাদের পক্ষে যান। তারপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব আওয়ামী লীগের শক্তি। আমরা এমন আওয়াজ তুলব, যা সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার জনপ্রতিনিধিরা।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে