নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো তিন মামলার মধ্যে দুটিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে অপর মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিনটি মামলার শুনানি শেষে বিচারকেরা এসব আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক কাইউম বলেন, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি বিস্ফোরক মামলায় আইভীকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সময়ে এ মামলায় আইভীর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত দুই পক্ষের আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করেন ২৭ মে।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জামিন আবেদন করা দুটি মামলায় এজাহারে আইভীর নাম থাকলেও তাঁর উপস্থিতির কোনো বর্ণনা দেওয়া হয়নি। নিম্ন আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব।’
আসামিপক্ষের আরেক আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘গুলি করে হত্যা মামলায় আইভীর কোনো সম্পৃক্ততা নেই। আইভীর জামিন আবেদন শুনানির সময় আমরা আদালতে উপস্থাপন করে বলেছি, গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে। আইভীকে আদালত জামিন দিতে পারেন। সংবিধান অনুযায়ী একই বিষয়ে দেশে দুই রকম আইন থাকতে পারে না। আমরা এসব বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি।’
উল্লেখ্য, ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো তিন মামলার মধ্যে দুটিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে অপর মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিনটি মামলার শুনানি শেষে বিচারকেরা এসব আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক কাইউম বলেন, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি বিস্ফোরক মামলায় আইভীকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সময়ে এ মামলায় আইভীর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত দুই পক্ষের আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করেন ২৭ মে।
আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জামিন আবেদন করা দুটি মামলায় এজাহারে আইভীর নাম থাকলেও তাঁর উপস্থিতির কোনো বর্ণনা দেওয়া হয়নি। নিম্ন আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব।’
আসামিপক্ষের আরেক আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘গুলি করে হত্যা মামলায় আইভীর কোনো সম্পৃক্ততা নেই। আইভীর জামিন আবেদন শুনানির সময় আমরা আদালতে উপস্থাপন করে বলেছি, গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে। আইভীকে আদালত জামিন দিতে পারেন। সংবিধান অনুযায়ী একই বিষয়ে দেশে দুই রকম আইন থাকতে পারে না। আমরা এসব বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি।’
উল্লেখ্য, ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৬ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে