নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।

বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে