নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।

বিএনপির নেতারা ত্বকীর হত্যাকারী ওসমান পরিবারকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বলেন, ‘ত্বকীর হত্যাকারী ওসমান পরিবার দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংবাদপত্রে দেখলাম, বিএনপির কে কে তাদের সীমানা পার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
আজ শনিবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা যাওয়ার পর ছয়জনকে গ্রেপ্তার ও জবানবন্দি নেওয়া হয়েছে। একটি হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার শুরু করার জন্য ৬ মাস কি যথেষ্ট নয়? আপনারা কি শেখ হাসিনার পথ ধরতে চান? শেখ হাসিনা বিচারব্যবস্থা ধ্বংস করে যে অব্যবস্থা তৈরি করেছিল, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ৬ মাসেও ’২৪-এর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। সরকার যখন বিচার করে না, তখন মানুষ আইন হাতে তুলে নেয়। একদিকে ভুক্তভোগীরা আইন হাতে তুলে নিচ্ছে, পাশাপাশি সরকার নীরবতার মধ্য দিয়ে তাদের দায় থেকে মুক্তি পেতে চাচ্ছে।
ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘নির্দেশদাতা শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামসহ যারা রয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত অভিযোগপত্র সম্পূর্ণ করে আদালতে জমা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বন্ধ হয়ে থাকা সব হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কবি হালিম আজাদ, সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সহসভাপতি মনি সুপান্থ।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৮ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৬ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪২ মিনিট আগে