Ajker Patrika

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

বুধবার উপজেলার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে ভুক্তভোগী জানান, আলাউদ্দিন তার খালাতো বোনের স্বামী। এক বছর আগে তার বোন প্রবাসে যায়। এরপর থেকে প্রায়ই আলাউদ্দিন তাকে তার বাসায় আসতে বলত। ৮ মাস আগে ভুক্তভোগী তার বোনের বাসায় গেলে সেখানে তাকে ধর্ষণ করে আলাউদ্দিন। সবশেষ গত ১০ জুন তাকে একই বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও করে রাখে।

এরপর বিভিন্ন সময় ভিডিওর ভয় দেখিয়ে তাকে বাসায় ডাকলে তাতে সাড়া দেননি ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে ধারণকৃত ভিডিও বাদীর শাশুড়ির কাছে পাঠায়। ঘটনা জানাজানি হওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘বাদী ও আসামি সম্পর্কে আত্মীয়। দুজনের মধ্য চেনা জানার মধ্য দিয়ে এই সম্পর্ক তৈরি হয়। ভুক্তভোগীর স্বামী ঘটনার সময় বিদেশে ছিল। পরবর্তীতে তার স্বামী দেশে ফিরে আসলে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

এতেই ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আলাউদ্দিনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা মোবাইলে ভিডিওর প্রমাণ পাওয়া গেছে। তাকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত