নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার ওপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোন কিছু বলতে চাই না।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি। শামীম ওসমানের কাজ করার ঘোষণায় আপনার আস্থা ফিরেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘উনি কি করবেন সেটা আমি জানি না। আর উনি মাঠে থাকবেন কি করে? উনি না একজন সংসদ সদস্য।’ শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি নাই। এই অভ্যাস আমার নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে আমাকে চিনে। আমি যা বলি তা প্রকাশ্যেই বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমূর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনো পরিস্থিতি ভালো আছে। উনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’
আইভি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে প্রভাব বিস্তারের মতো আমার লোকবলও নাই, প্রশাসনও নাই। প্রশাসন কখনোই আমাকে সেইভাবে সাহায্য করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে এভাবে সাহায্য করবে আমি এটা বিশ্বাস করি না। প্রতিটি নির্বাচনে প্রশাসনের একটা পরিসংখ্যান থেকে হয়তো তারা সেটা করছে। আমি জানি না কি করছে। উনি নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে আমি মিডিয়ার মাধ্যমেই দেখছি। এখন তিনি কেন অপপ্রচার চালাচ্ছে তা আমি জানি না। হতে পারে ওনার নতুন কোন কৌশল এটা।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী শেখ হাসিনার ওপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি কোন কিছু বলতে চাই না।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি। শামীম ওসমানের কাজ করার ঘোষণায় আপনার আস্থা ফিরেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘উনি কি করবেন সেটা আমি জানি না। আর উনি মাঠে থাকবেন কি করে? উনি না একজন সংসদ সদস্য।’ শামীম ওসমান মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘আমি কোথাও প্রভাব বিস্তার করি নাই। এই অভ্যাস আমার নাই। নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘ ১৮ বছর ধরে আমাকে চিনে। আমি যা বলি তা প্রকাশ্যেই বলি। আমি হোন্ডা বাহিনীর কথা বলেছি, কিশোর গ্যাংয়ের কথা বলেছি। কিন্তু আমি তৈমূর আলম খন্দকার কাকার কথা বলি নাই। প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। এখনো পরিস্থিতি ভালো আছে। উনিও প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি।’
আইভি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে প্রভাব বিস্তারের মতো আমার লোকবলও নাই, প্রশাসনও নাই। প্রশাসন কখনোই আমাকে সেইভাবে সাহায্য করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে এভাবে সাহায্য করবে আমি এটা বিশ্বাস করি না। প্রতিটি নির্বাচনে প্রশাসনের একটা পরিসংখ্যান থেকে হয়তো তারা সেটা করছে। আমি জানি না কি করছে। উনি নেতা–কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে আমি মিডিয়ার মাধ্যমেই দেখছি। এখন তিনি কেন অপপ্রচার চালাচ্ছে তা আমি জানি না। হতে পারে ওনার নতুন কোন কৌশল এটা।’

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১০ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪০ মিনিট আগে