Ajker Patrika

ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লার বিসিক শিল্প এলাকায় হামলা চালান। ছবি: সংগৃহীত
ফতুল্লার বিসিক শিল্প এলাকায় হামলা চালান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় বিক্ষুব্ধ শ্রমিক ও বহিরাগতরা হামলা চালিয়েছেন। আজ রোববার দুপুরে বিসিকের ২ নম্বর গেটে এ হামলায় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআর গ্রুপের শ্রমিকরা হঠাৎ বিক্ষুব্ধ হয়ে বিসিক এলাকায় হামলা চালায়। এতে ফকির ও লারিভ গ্রুপের দুটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় শ্রমিক ও বিসিকের অন্য কারখানার কর্মীরা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

কারখানায় ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবি: সংগৃহীত
কারখানায় ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবি: সংগৃহীত

শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, এনআর গ্রুপের শ্রমিকরা ১৭ দফা দাবিতে আন্দোলন করছিলেন। তাদের প্রায় সব দাবিই মেনে নেওয়া হয়েছিল। তবে একটি ছোট ইস্যুকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটবে, তা অপ্রত্যাশিত।

নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার বলেন, ‘বহিরাগত ও কিছু শ্রমিক বিসিকে প্রবেশ করে হামলা চালিয়েছে। বিকেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত