নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগের দিনটি অন্য রকম ব্যস্ততার মধ্য দিয়ে কাটালেন প্রার্থীরা। প্রচারে না বেরিয়েও সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন। যদিও এবারের নাসিক নির্বাচনে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি থেকে অব্যাহতি পাওয়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই দুই প্রার্থী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শেষে সন্ধ্যার পর নেতা-কর্মী ও মিডিয়ার সঙ্গে আলাপ করতে বিশ্রামে সময় পেয়েছেন খুবই কম। তবে গতকাল শনিবার অনেকটা নীরবেই দেওভোগ এলাকার নিজ বাসভবনেই কাটিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সারা দিনে গণমাধ্যম কর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে একাধিকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। অনেককেই ফিরতে হয় বাসার সামনে থেকে।
আজ রোববার সকালে আইভী বাড়ির পাশের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন। এদিকে ভোটের আগের দিন বাসায় ছিলেন তৈমূর আলম খন্দকার। তিনি এ দিন সংবাদ সম্মেলন করেন। সেখানে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চালুর আবেদন করেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের আটক করছে।’ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগের দিনটি অন্য রকম ব্যস্ততার মধ্য দিয়ে কাটালেন প্রার্থীরা। প্রচারে না বেরিয়েও সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন। যদিও এবারের নাসিক নির্বাচনে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি থেকে অব্যাহতি পাওয়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই দুই প্রার্থী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শেষে সন্ধ্যার পর নেতা-কর্মী ও মিডিয়ার সঙ্গে আলাপ করতে বিশ্রামে সময় পেয়েছেন খুবই কম। তবে গতকাল শনিবার অনেকটা নীরবেই দেওভোগ এলাকার নিজ বাসভবনেই কাটিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সারা দিনে গণমাধ্যম কর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে একাধিকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। অনেককেই ফিরতে হয় বাসার সামনে থেকে।
আজ রোববার সকালে আইভী বাড়ির পাশের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন। এদিকে ভোটের আগের দিন বাসায় ছিলেন তৈমূর আলম খন্দকার। তিনি এ দিন সংবাদ সম্মেলন করেন। সেখানে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চালুর আবেদন করেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের আটক করছে।’ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩১ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪৩ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে