ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ৭টার দিকে কাঁচপুরের ক্যাওডালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৩৫), ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)।
নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া। শিশু রাকেশ ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশু রোকেশ ডাকুয়া ঘটনাস্থলেই নিহত হয়। সুরেষ ডাকুয়া ও তাঁর স্ত্রী নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১১টার দিকে সুরেষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালে কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান, কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁরা। হাসপাতালে আনার পরপরই সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নিপু রায় জানান, তাঁদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে সুরেষের টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার (১৩ এপ্রিল) গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে’ এসেছিলেন পূজা-অর্চনার জন্য। সেখান থেকে আজ (শনিবার) সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল তাঁর ছেলে। আর তাদের পেছনে ব্যাগ হাতে নিয়ে পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তাদের ওপর উঠে যায়।
এদিকে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়েছেন চালক। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ৭টার দিকে কাঁচপুরের ক্যাওডালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৩৫), ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)।
নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া। শিশু রাকেশ ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশু রোকেশ ডাকুয়া ঘটনাস্থলেই নিহত হয়। সুরেষ ডাকুয়া ও তাঁর স্ত্রী নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১১টার দিকে সুরেষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালে কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান, কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁরা। হাসপাতালে আনার পরপরই সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নিপু রায় জানান, তাঁদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে সুরেষের টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার (১৩ এপ্রিল) গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে’ এসেছিলেন পূজা-অর্চনার জন্য। সেখান থেকে আজ (শনিবার) সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল তাঁর ছেলে। আর তাদের পেছনে ব্যাগ হাতে নিয়ে পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তাদের ওপর উঠে যায়।
এদিকে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়েছেন চালক। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৮ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে