নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের (দোকান) ভাড়া চাওয়ায় মালিক জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নামীয় আসামিদের সঙ্গে আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা যায়, ‘নিহত জাহাঙ্গীর হোসেন মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক। তিনি ও অভিযুক্তরা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
গত ৫ আগস্টের পর জাহাঙ্গীরের মালিকানাধীন জায়গার ওপর নির্মিত তিনটি দোকান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মেম্বারের কাছে ভাড়া দেন। এর মধ্যে দুটি দোকানের ভাড়া পরিশোধ করলে একটির কোনো ভাড়া দিতেন না। এ নিয়ে একাধিকবার ভাড়া চাইলেও তা পরিশোধ করছিলেন না তোতা মেম্বার।
গতকাল সকালে জাহাঙ্গীর দোকানে এসে পার্টিশন দিয়ে আলাদা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে মারধর করে জখম করা হয় তাঁকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. রাসেল বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর আমার বাবা-চাচাদের তিনটি দোকান একত্র করে কার্যালয় করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মিয়া প্রধান। দুই চাচাকে ভাড়া দিলেও আমাদের কোনো ভাড়া দিচ্ছিলেন না তিনি। এটা একাধিকবার বললেও কোনো কাজ হয়নি।
‘বুধবার সকালে আব্বু আমাদের দোকানের অংশ আলাদা করে পার্টিশন দেন। এ সময় তারা বাধা দিতে এলে আব্বু তাদের কাছে দোকান ভাড়া চান। পরে তারা দোকানের ভেতরেই আব্বুকে মারধর করে।’
তিনি আরও বলেন, ‘আমার চাচা ফোন করে জানান, আব্বুকে মারধর করা হচ্ছে। আমি দৌড়ে দোকানে গিয়ে শুনি তাঁকে হাসপাতালে পাঠায় দিয়েছে। হাসপাতালে গিয়ে দেখি বাবা আর বেঁচে নাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার আব্বু নিজেও সুমন সাহেবের সঙ্গে রাজনীতি করতেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। জাহাঙ্গীর ভাই আমাদের সঙ্গেই রাজনীতি করতেন। আবার তোতা মেম্বারও সুমন সাহেবের সঙ্গে রাজনীতি করতেন। তবে বাকি যারা আছে বিশেষ করে রাসেল প্রধান, আলম প্রধানেরা বিভিন্ন বলয়ের রাজনীতি করত। এই ঘটনায় যারাই জড়িত, তাদের সবার শাস্তি হওয়া উচিত।’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের (দোকান) ভাড়া চাওয়ায় মালিক জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নামীয় আসামিদের সঙ্গে আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা যায়, ‘নিহত জাহাঙ্গীর হোসেন মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক। তিনি ও অভিযুক্তরা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
গত ৫ আগস্টের পর জাহাঙ্গীরের মালিকানাধীন জায়গার ওপর নির্মিত তিনটি দোকান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মেম্বারের কাছে ভাড়া দেন। এর মধ্যে দুটি দোকানের ভাড়া পরিশোধ করলে একটির কোনো ভাড়া দিতেন না। এ নিয়ে একাধিকবার ভাড়া চাইলেও তা পরিশোধ করছিলেন না তোতা মেম্বার।
গতকাল সকালে জাহাঙ্গীর দোকানে এসে পার্টিশন দিয়ে আলাদা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে মারধর করে জখম করা হয় তাঁকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. রাসেল বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর আমার বাবা-চাচাদের তিনটি দোকান একত্র করে কার্যালয় করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মিয়া প্রধান। দুই চাচাকে ভাড়া দিলেও আমাদের কোনো ভাড়া দিচ্ছিলেন না তিনি। এটা একাধিকবার বললেও কোনো কাজ হয়নি।
‘বুধবার সকালে আব্বু আমাদের দোকানের অংশ আলাদা করে পার্টিশন দেন। এ সময় তারা বাধা দিতে এলে আব্বু তাদের কাছে দোকান ভাড়া চান। পরে তারা দোকানের ভেতরেই আব্বুকে মারধর করে।’
তিনি আরও বলেন, ‘আমার চাচা ফোন করে জানান, আব্বুকে মারধর করা হচ্ছে। আমি দৌড়ে দোকানে গিয়ে শুনি তাঁকে হাসপাতালে পাঠায় দিয়েছে। হাসপাতালে গিয়ে দেখি বাবা আর বেঁচে নাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার আব্বু নিজেও সুমন সাহেবের সঙ্গে রাজনীতি করতেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, ‘ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। জাহাঙ্গীর ভাই আমাদের সঙ্গেই রাজনীতি করতেন। আবার তোতা মেম্বারও সুমন সাহেবের সঙ্গে রাজনীতি করতেন। তবে বাকি যারা আছে বিশেষ করে রাসেল প্রধান, আলম প্রধানেরা বিভিন্ন বলয়ের রাজনীতি করত। এই ঘটনায় যারাই জড়িত, তাদের সবার শাস্তি হওয়া উচিত।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৬ মিনিট আগে