নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে