নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে