ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’
গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’
গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৪০ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে